অভাবের তাড়নায় বিক্রি শিশুকে উদ্ধার পুলিশের
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ২১:৪১
পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার দুর্গাকাঠি গ্রামের পরিমল ও কাজল দম্পতি তাদের বিক্রি হওয়া ১৮ দিনের শিশুকন্যাকে আবার কোলে ফিরে পেয়েছেন।
স্বরূপকাঠি থানা পুলিশের প্রচেষ্টায় বিক্রির মধ্যস্থতাকারী আরতী রানি সন্ধ্যার মাধ্যমে ঐ শিশুকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, বিজন হালদার ও তার সহযোগী রনজিত মণ্ডল নামের দুই ব্যক্তি পরিমল ব্যাপারীর অভাবের সুযোগ নিয়ে তাকে ১৮ দিনের শিশুকন্যাকে বিক্রি করতে প্রলুব্ধ করে। এক লাখ ৬৫ হাজার টাকায় তার সন্তান বিক্রি করার চুক্তি হলেও তাকে মাত্র ১০ হাজার টাকা দিয়ে বাকি টাকা ঐ প্রতারকরা আত্মসাৎ করে।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে শিশু বিক্রির খবর ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়ে উদ্ধার করে শিশুটিকে।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। উদ্ধার করা শিশুকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জার্নাল/এসএস