ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

শাবিপ্রবির হামলায় ফেসবুকে নিন্দার ঝড়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ১৩:১৬

শাবিপ্রবির হামলায় ফেসবুকে নিন্দার ঝড়
ছবি-সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি/সাস্ট) গতকাল রোববার শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলা, লাঠিচার্জের ঘটনায় প্রতিবাচের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ফেসবুকে নিন্দার ঝড় বইছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক এই হামলাকে নিন্দা জানিয়ে ফেসবুক পোস্টে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন অনেকে।

কবি ও প্রকাশক নাজমুল হক তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আলোচনা ছাড়া পুলিশ দিয়ে কোনো ছাত্র আন্দোলন থামানো যায়নি। এটাই ইতিহাস। সবার শুভবুদ্ধির উদয় হোক।’

সিলেটেরই শিল্পী ও সংগঠক অরূপ বাউল একটি ই-পোস্টার তৈরি করে তার ফেসবুকে পোস্ট করেন ‘রক্তাক্ত সাস্ট’ নাম দিয়ে। ই-পোস্টারের সাথে তিনি লিখেছেন, ‘যে সমস্ত শিক্ষক ছাত্রদের শরীর থেকে রক্ত ঝরানোর নির্দেশ দেন, তারা শিক্ষক নামের কলঙ্ক। শিক্ষার্থীদের সঙ্গে আছি।’

গুণীজন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়টিরই প্রাক্তন শিক্ষার্থীরা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ আর নিন্দা প্রকাশ করেন শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশের এই হামলার।

সিলেটের আরমান মুন্না নামের একজন বিক্ষোভ মিছিলের ছবি পোস্ট করে তার সাথে লিখেছেন, ‘শাবিপ্রবি রক্তাক্ত! রক্তে রক্তে আরও লাল হয়ে ওঠে বুকের কৃষ্ণচূড়া। অন্যায় রুখে দাও।’

সিলেটের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তিকার অম্বরীষ দত্ত তীব্র নিন্দা প্রকাশ করে তার ফেসবুকে লিখেছেন, ‘শিক্ষার প্রাথমিক শর্ত ভব্য হয়ে ওঠা। এই সব অভব্যতা। সাস্ট ছাত্রীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

গত বৃহস্পতিবার রাত থেকে চলমান আনদোলনের ধারাবাহিকতায় গতকাল সকাল থেকে গোলচত্বরে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান রাস্তা ‘কিলো সড়ক’ অবরোধ করে শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের ক্ষোভের সামনে পড়েন। কয়েকজনকে সাথে নিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে আশ্রয় নেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে পুলিশ উপাচার্যকে উদ্ধার করার জন্য শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, শটগানের গুলি আর সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে। এসময় অর্ধশত শিক্ষার্থী গুরুতর আহত হন।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত