ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

চট্টগ্রামে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ২২:১৭  
আপডেট :
 ০১ ডিসেম্বর ২০২১, ২২:২৯

চট্টগ্রামে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
ফাইল ফটো

যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে প্রায় এক ঘণ্টা(৬০ মিনিট) চক্করের পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের বিজি৬১৭ ফ্লাইট।

বুধবার রাত পৌনে ১০ টার দিকে ৪২ যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে বিমানটি।

ফ্লাইটটি অবতরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানের সহকারী ম্যানেজার ওমর ফারুক।

জানা যায়, বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে চট্টগ্রামে নামতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি৬১৭। পাইলট একাধিকবার গো অ্যারাউন্ড করে ল্যান্ড গিয়ার রিলিজ করার চেষ্টা করেও কাজ হচ্ছিল না। তখন পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে জরুরি অবতরণের সময় মেইন গিয়ারে রানওয়ের ধাক্কায় নোজ ল্যান্ডিং গিয়ার রিলিজ হয়।

এদিকে বিমানবন্দরে ফায়ার সার্ভিসসহ সব ধরনের ইমার্জেন্সি সার্ভিস প্রস্তুত ছিল। তবে সেগুলো প্রয়োজন হয়নি। যাত্রীরা নিরাপদে অবতরণ করেছেন।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত