ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ভোট বর্জন করলেন নৌকার প্রার্থী

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ১৭:১৩

ভোট বর্জন করলেন নৌকার প্রার্থী
নৌকা প্রতীকের প্রার্থী সোহেল রানা

কারচুপির অভিযোগ এনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সোহেল রানা ভোট বর্জন করেছেন।

রোববার বিকেল ৪টার দিকে ইউনিয়নের ৩ নং মহিসমারি কেন্দ্রে নৌকার প্রার্থী সোহেল রানা বেশকিছু অভিযোগ এনে ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেন।

সোহেল রানা জানান, আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক কেন্দ্র দখল করেছে। তারা ব্যালট পেপার ছিঁড়েছে, সিল মেরে ঢুকিয়েছে। পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে। এই ইউনিয়নে কোনো সুষ্ঠু ভোট হয়নি। তাই আমি এই ভোট বর্জন করলাম।

ইউনিয়নে দায়িত্বে থাকা ফোর্সের নির্বাহী কর্মকর্তা আবু তাহের শামসুজ্জামান সব অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সবসময় সজাগ থেকেছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনার সুযোগ খুজলে আমরা শক্ত হাতে দমন করেছি।

দুওসুও ইউনিয়নে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কেউ যদি অহেতুক অভিযোগ এনে ভোট বর্জন করে, তাহলে এর দায় নিজেকে নিতে হবে। তবে আমাদের লিখিতভাবে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত