বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ১৯:১৬ আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯:২০
গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।
সোমবার বিকেলে টেকনগরপাড়া এলাকায় চৌধুরী গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে।
কারখানার শ্রমিক আব্দুস সালাম সাংবাদিকদের জানান, শ্রমিকদের গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। বার বার শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করছেন না।
এক পর্যায়ে সোমবার বিকেলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করে। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ এবং মহাসড়কে কাঠ ফেলে অগ্নিসংযোগ করে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারি পুলিশ সুপার একেএম শাহীন মন্ডল জানান, বিকেল চারটার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচলে সাময়িক বিঘ্নিত হয়। বিকেল সোয়া ৪টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার শ্রমিক প্রদীপ কুমার সরকার জানান, গত একমাস ধরে কারখানায় কাজ নেই। গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বেতন দেই দিছি করে দিচ্ছেন না। বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু বলেন, অল্প কিছু সময় শ্রমিকরা সড়কে অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ জার্নাল/ওএফ