পাঁচ কোটি টাকা আত্মসাৎ মামলায় হেফাজত নেতা কারাগারে
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ২১:৩১
পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ছলিম উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক কামরুন নাহার রুমি তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকালে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এহসান এস সোসাইটি নামে একটি সমিতির প্রায় ১৬শ’ গ্রাহকের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সলিমুল্লাহর বিরুদ্ধে মোট সাতটি মামলা হয়। ২০১৮ সালে ভুক্তভোগী পাঁচ গ্রাহকের পক্ষে সাড়ে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সলিমুল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন আসাদুজ্জামান নামে এক ব্যক্তি।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দেন। তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন দাখিল করলে আদালত আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। আজ (রোববার) সলিমুল্লাহ আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদীর আইনজীবী শেখ আল জাবেদ জানান, সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের মামলায় মাওলানা মো. ছলিম উল্লাহসহ পাঁচজন আদালতে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে মাওলানা মো. ছলিম উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি চারজনের জামিন মঞ্জুর করেন।
মাওলানা মো. ছলিম উল্লাহ হেফাজতের প্রতিষ্ঠাতা প্রয়াত আমির আল্লামা শফী পন্থী হিসেবে পরিচিত। আল্লামা শফীর কমিটিতে তিনি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পাশাপাশি নাজিরহাট বড় মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্বে ছিলেন। তবে গত বছর হেফাজতের আরেক প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরী পন্থীরা মাওলানা মো. ছলিম উল্লাহকে নাজিরহাট মাদ্রাসা থেকে বের করে দেন।
বাংলাদেশ জার্নাল/এসকে