পাটুরিয়ায় ফেরিডুবি: দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান স্থগিত
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ২১:২২ আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১০:৩৩
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ফেরি ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এদিন সকাল সোয়া ৮টার দিকে ৫ নম্বর ফেরিঘাটে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ সংশ্লিষ্টরা।
এসএম সানোয়ার হোসেন জানান, উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। এ নিয়ে ৯টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হল।
তিনি বলেন, আগামীকাল (শুক্রবার) সকাল ৮টায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
এদিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনো ঘাট এলাকায় পৌঁছায়নি। এটি কখন উদ্ধার অভিযানে যোগ দিতে পারবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
গতকাল বুধবার দৌলতদিয়া থেকে ১৭টি পণ্যবাহী ট্রাক ও ১৬টি মোটরসাইকেল নিয়ে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে আমানত শাহ ফেরিটি নোঙর করে। এরপরই ফেরির তলায় ছিদ্র হয়ে পানি উঠে সেটি কাঁত হয়ে ডুবে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ জার্নাল/আর