ক্রেতাদের ঠকিয়ে লাখ টাকা জরিমানা গুনলো পাম্প মালিক
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ১৮:৪৪
নির্দিষ্ট পরিমাণের চেয়ে ক্রেতাদের তেল কম দেয়ায় পটুয়াখালীতে ‘পায়রা অয়েলস লিমিটেড’ নামের পেট্রোল পাম্পে র্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপ-শহর সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের করমজাতলা এলাকায় অবস্থিত ওই পাম্পে এ অভিযান চালানো হয়। পরে তেল কম দেয়ার অপরাধে মালিক আলতাফ খানকে (৪৫) জরিমানা করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার শহিদুল ইসলাম জানান, অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া পাম্প মালিককে অর্থদণ্ড প্রদান করেন।
বাংলাদেশ জার্নাল/এসকে