ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু
ফাইল ছবি

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। উচ্চ আদালত নির্দেশের এক সপ্তাহ পর মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই বেশকিছু পোর্টাল বন্ধ করে দেয়া হয়।

তবে নিবন্ধিত বেশ কিছু পোর্টালও ব্লক করে দেয়া হয় বলে অভিযোগ উঠে। যদিও পরবর্তিতে সেটা স্বাভাবিক করে দেয়া হয়। এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় বলেন, নিবন্ধিত কিছু পোর্টাল হয়ত ভুলবশত বন্ধ করা হয়েছে। সেগুলো খুলে দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অনিবন্ধিত পোর্টাল বন্ধের কাজ আরও আগেই শুরু করা উচিত ছিলো, তবে আমরা আজ (মঙ্গলবার) থেকে অননুমোদিত সাইটগুলো বন্ধ করার কাজ শুরু করেছি।

গত ১৪ সেপ্টেম্বব এক আদেশে অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওইদিন আদালতে আদেশের কপি হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে, তা প্রতিবেদন আকারে আদালতে জমা দেয়ার নির্দেশ দেন বিচারকরা।

এদিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের আদেশ প্রতিপালনে আরও ১৪ দিনের সময় পেয়েছে বিটিআরসি। মঙ্গলবার বিটিআরসির পক্ষে সময় চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত