সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৫:০৩
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে সাপের কামড়ে নাঈম হোসেন (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নাঈম লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিল।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। শিশু নাঈম ওই গ্রামে ছারুন হোসেন কালুর ছেলে।
দোড়া ইউনিয়নের সদস্য আব্দুল হালিম জানান, সোমবার রাতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঘুমিয়ে ছিল শিশু নাঈম। ঘুমের মধ্যে বিষধর সাপ তাকে দংশন করে। সেখান থেকে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ জার্নাল/ওএফ