করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় ১৯৫ জনের মৃত্যু
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ১৬:০৮
করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গে বিভিন্ন জেলায় ১৯৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিভিন্ন গণমাধ্যম থেকে এতথ্য পাওয়া গেছে।
নিহতদের মধ্যে- চট্টগ্রামের ১১, ফেনি ৪, কুমিল্লার ৯, চাঁদপুর ৩, রাজশাহীর ৭, পাবনার ৫, নওগাঁর ২ এবং নাটোরে একজন মারা গেছেন।
এছাড়া খুলনা খুলনার ৭, কুষ্টিয়ার ৯, যশোরে ৩, মেহেরপুরে ৩ জন এবং মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ৬ জন মারা গেছেন।
ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহের ১৭, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার ৩ জন করে রয়েছেন।
সিলেট বিভাগে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটের ১০ এবং হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের ৪ জন রয়েছেন।
বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশালের ২২, ভোলার ৬, পটুয়াখালীর ২ এবং পিরোজপুরের একজন।
রংপুর বিভাগে করোনায় মারা গেছেন ১৪ জন। এরমধ্যে ঠাকুরগাও ও গাইবান্ধায় ৩ জন করে, রংপুর, পঞ্চগড় ২ ও দিনাজপুরে ৫ জন করে এবং নীলফামারী ও লালমনিরহাটে ২ জন মারা গেছেন।
এছাড়া ফরিদপুরে ৬, টাঙ্গাইলে ৪, বগুড়া ২৬, কিশোরগঞ্জ ৫ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জন মারা গেছেন।
বাংলাদেশ জার্নাল/আরএ