এনআইডি ছাড়া যেভাবে নেয়া যাবে করোনার টিকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ০৯:৩৩
করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। যাদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নেই তারাও পাবেন করোনার টিকা।
জানা গেছে, সারাদেশে প্রায় ২২ লাখ ১৮ বয়স বয়সী নাগরিক রয়েছেন যাদের জাতীয় পরিচয়পত্র নেই। তাদের টিকা দিতে বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।
এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, যাদের বয়স ১৮ বছর, তারা এনআইডি দিয়ে ৮ অগাস্ট থেকে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে প্রত্যায়নপত্র নিয়ে স্থানীয় টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।
উল্লেখ্য, বর্তমানে করোনা টিকা নিতে হলে এনআইডি কিংবা পাসপোর্ট নম্বর দিয়ে সরকারের সুরক্ষা অ্যাপে নাম নিবন্ধন করতে হয়। তা পূরণের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসে টিকা গ্রহণের তারিখ জানিয়ে দেয়া হয়।
বাংলাদেশ জার্নাল/কেআই