ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

বাইরে তালা দিয়ে ভেতরে চলছে কাজ, পোশাক কারখানাকে জরিমানা

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ২০:৪৭

পোশাক কারখানা খোলা রাখায় দুই লাখ টাকা জরিমানা
ছবি- প্রতিনিধি

কঠোর লকডাউন ও সরকারি নির্দেশ উপেক্ষা করে গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকায় স্প্যারো অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা খোলা রাখায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ভ্র্যাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশে লক্ষীপুরা এলাকার স্প্যারো অ্যাপারেলস কারখানাটির গেট বন্ধ রেখে ভেতরে শ্রমিকরা কাজ করছিল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়।

এ সময় কারখানার ফটক খুলতে বললেও তা খোলেনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফটক টপকে ভেতরে গিয়ে দেখতে পান কারখানাটিতে কয়েকশ' নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয় এবং বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত