ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ২১:১২  
আপডেট :
 ১১ জুলাই ২০২১, ২১:২৬

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার সন্ধ্যায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই জঙ্গি আস্তানায় যায় সিটিটিসি সদস্যরা।

সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, আমাদের অভিযান চলছে। আস্তানায় বিস্ফোরক আছে এই সন্দেহে আমরা একটি বাড়ি ঘিরে রেখেছি। ঘটনাস্থলে সোয়াট টিম যাচ্ছে।

সিটিটিসি বলছে, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদে ইমামতির আড়ালে বোমা তৈরির কারখানা গড়ে তুলেছেন। গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে মামুনের আস্তানায় তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত