ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

মালিবাগে বজ্রপাতে দুই শিশুসহ নিহত তিন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২১, ১৬:৪৯  
আপডেট :
 ০৫ জুন ২০২১, ১৭:১০

মালিবাগে বজ্রপাতে দুই শিশুসহ নিহত তিন
ছবি প্রতীকী

দেশের বিভিন্ন এলাকায় খোলা ময়দানে সাধারণত বজ্রপাতের ঘটনা ঘটলেও এবার রাজধানীর ব্যস্ততম এলাকা মালিবাগে বজ্রপাতে মারা গেছে দুই শিশুসহ তিনজন।

শনিবার দুপুরের এই ঘটনায় মারা যাওয়া তিনজন হলেন- ঝুমা (১৩) সাবিনা ওরফে পাখি (৯) আব্দুল হক (৬০)।

বাংলাদেশ জার্নালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক গোলাম কুদ্দুস বলেন, ‘শনিবার বেলা আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে মালিবাগ চৌধুরীপাড়া সোনা মিয়ার গলিতে বজ্রপাতে তারা তিনজনই মারা যায়।’

তিনি আরো বলেন, ‘নিহত তিনজনই একটি টিনশেড বাড়ির বাসিন্দা ছিল। তাদের মধ্যে শিশু সাবিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

অপর দুইজন ঝুমা ও আব্দুল হককে মালিবাগ কমিউনিটি ক্লিনিকে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরো পড়ুন

বৃষ্টি আরও বাড়বে

চার জেলায় বজ্রপাতে মৃত্যু ১০

বজ্রপাতে নেত্রকোনায় ৭ কৃষকের মৃত্যু

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত