ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কুষ্টিয়ায় যেকোন সময় লকডাউন

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুন ২০২১, ০২:৩২

কুষ্টিয়ায় যেকোন সময় লকডাউন
ছবি প্রতিনিধি

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে কুষ্টিয়া জেলায় যেকোন সময় লকডাউন ঘোষণা হতে পারে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জরুরি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, গত ১০ দিনে জেলায় ২৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয় ৬ জনের। করোনা চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালটিতে নেই কোন আইসিইউ, করোনা ইউনিটে শয্যা মাত্র ৪১টি। এরই মধ্যে সেখানে ৫০ জনেরও বেশী রোগী ঠাঁই নিয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, জেলার অন্যান্য শ্রেণির মানুষের সাথে আলোচনা করে খুব দ্রুত লকডাউনের সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত