ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ১৫টি দোকান

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুন ২০২১, ০১:০৪

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ১৫টি দোকান
ছবি- প্রতিনিধি

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

আগুন নেভাতে গিয়ে মিতেশ গোলদার এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পাটকেল বাড়ী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রিন্স হাওলাদার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্স হাওলাদার জানান, রাতে পাটকেল বাড়ী বাজারের মিতেশ গোলদারের পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারে মুদি দোকান, টেইলার্স, ডাচ বাংলা ব্যাংকে এজেন্ট ব্যাকিং-এর শাখাসহ ১৫টি দোকান পুড়ে যায়।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন।

আরও পড়ুন- খেলার মাঠে বজ্রপা‌ত, প্রাণ গেল দুই শিশুর

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত