ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে করোনায় আরো ৫ জনের মৃত্যু

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২১, ১৩:২৫

চট্টগ্রামে করোনায় আরো ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১৪ জনে। এ সময় নতুন করে ৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ২৫১ জনে।

রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের পাঁচটি ল্যাবে ৭৩৭টি নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়ে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৯ জন এবং বিভিন্ন উপজেলার ৩৩ জন রয়েছেন।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছে ৫৩ হাজার ২৫১ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪২ হাজার ৪৩৫ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১০ হাজার ৮১৬ জন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। যার মধ্যে চার জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা। আর একজন চট্টগ্রাম নগরীর বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৬১৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪২ জন চট্টগ্রাম নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৭২ জন।

এর আগে শুক্রবার চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে চার জন মারা গিয়েছিলেন। আর শনিবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত