লালমনিরহাটে সোমবার থেকে ট্রেন চলাচল শুরু
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২১, ২৩:৩২
![লালমনিরহাটে সোমবার থেকে ট্রেন চলাচল শুরু](/assets/news_photos/2021/05/23/image-160804-1621791271bdjournal.jpg)
দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচলের জন্য লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় রেলস্টেশনে চলছে ধোয়া-মোছার কাজ। ট্রায়াল দেওয়া হচ্ছে ট্রেনগুলো। তবে অর্ধেক আসন ফাঁকা রেখে অনলাইনে টিকিট বিক্রি করা হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় সদর দপ্তর সূত্র জানায়, এ বিভাগের অধীনে আটটি আন্তঃনগর ট্রেন ও ২০ জোড়া মেইল ও লোকাল ট্রেন চলাচল করত। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে নির্দিষ্ট কিছু আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন চলবে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ডিআরএম শাহ সুফী নুর মোহাম্মদ জানান, সোমবার সকাল ১০টা ২০ মিনিটে লালমননিরহাট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে লালমনি এক্সপ্রেস।
ট্রেন গার্ড মলয় চন্দ্র বসু বলেন, আগামীকাল ট্রেন চলাচল শুরু হবে এই খবরে আমরা খুশি। আবারও কর্মচঞ্চলতার মধ্য দিয়ে তাদের সময় পার হবে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস) আনিসুর রহমান জানান, ট্রেনগুলো ট্রায়াল দিয়ে রাখা হচ্ছে। আজ রাতের মধ্যেই তিনি নির্দেশনা পাবেন বলে আশা করছেন।
তিনি আরও জানান, টিকেট কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। অনলাইনে ধারণ ক্ষমতার অর্ধেক সিটের টিকেট বিক্রি করা হবে।
বাংলাদেশ জার্নাল/আর