ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

হত্যা মামলায় সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২১, ১৩:২৬  
আপডেট :
 ২০ মে ২০২১, ১৯:২৭

হত্যা মামলায় সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার
ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীর ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম।

র‌্যাব মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার প্রধান আসামি আউয়াল।

উল্লেখ্য, গত ১৬ মে পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডে ৭ বছরের সন্তানের সামনে শাহীন উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত