ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

লকডাউন মেনে চলতে কঠোর হবে পুলিশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২১, ১৯:১৬  
আপডেট :
 ০৩ এপ্রিল ২০২১, ১৯:২৭

লকডাউন মেনে চলতে কঠোর হবে পুলিশ
লকডাউনের নির্দেশনা পালনে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর হবে পুলিশ। ফাইল ফটো

চলতি বছর করোনা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। আশঙ্কাজনকহারে বেড়েছে মৃত্যু-আক্রান্ত। ভাইরাসটির রাশ টানতে সোমবার থেকে সারাদেশে ৭ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ লকডাউনের নির্দেশনা পালনে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পুলিশ আরো কঠোর হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার (৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি) কমিশনার বলেন, গত বছর কোনো অভিজ্ঞতা ছাড়াই পুলিশ মাঠে থেকে কাজ করেছে। গতবারের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবার পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনে ছাড় দেবে না। গত বছর লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে ঢাকা ছেড়েছিল। এবার তা হতে দেয়া হবে না। কোভিড-১৯ এর নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে থেকে কাজ করবে।

তিনি আরো বলেন, গত বছরের লকডাউন পর্যালোচনা করে অভিজ্ঞতা বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা করার জন্য আগামীকাল রোববার পুলিশ এ বিষয়ে একটি সভা করবে।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ‘লকডাউন চলাকালে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। আর শিল্প-কলকারখানা খোলা থাকবে। যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং মাধ্যমে তারা কাজ করতে পারে।’

বাংলাদেশ জার্নাল/এফজেড/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত