ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

আমাকে হত্যার জন্য মিটিং চলছে

  নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৩ মার্চ ২০২১, ১৩:১১  
আপডেট :
 ১৩ মার্চ ২০২১, ১৩:২০

আমাকে হত্যার জন্য মিটিং চলছে
বসুরহাট পৌরসভায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মেয়র আবদুল কাদের মির্জা। ছবি সংগৃহীত

নোয়াখালীর বসুরহাটের আলোচিত পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমাকে হত্যার জন্য গতকালও (শুক্রবার) একরাম চৌধুরীর বাড়িতে মিটিং হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

মেয়র মির্জা কাদের বলেন, ‘ওইদিন আমাকে হত্যা করার জন্য বসুরহাট পৌরসভা কার্যালয়ে দু’শর বেশি গুলি করা হয়েছে। আমার ১০-১২ জন নেতাকর্মী এখনও ঢাকায় চিকিৎসাধীন।’

প্রতিনিয়ত আমার নেতাকর্মীদের হয়রানি করছে প্রশাসন- অভিযোগ করে কাদের মির্জা বলেন, ‘গত কয়েকদিনে আমার ৭-৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। তাদের পরিবারের লোকজনকে নির্যাতন করছে। এখানে সবকিছু এক তরফা হচ্ছে। প্রশাসনও আমার বিরুদ্ধে কাজ করছে।’

‘শুক্রবারও এমপি একরামের বাড়িতে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে’ বলেও দাবি করেন কাদের মির্জা।

আমিসহ আমার নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি- জানিয়ে মেয়র বলেন, ‘আমি আল্লাহর উপর নির্ভরশীল। এখন এ বিষয়ে প্রশাসন, সরকার কী পদক্ষেপ নেবে সেটা উনাদের বিষয়। তবে যতক্ষণ দেহে একফোটা রক্ত আছে আমি এখান থেকে সরবো না।’

‘সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির ও অটোচালক আলাউদ্দিন হত্যার ঘটনায় যে তদন্ত চলছে তা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দীকে দিয়ে এবং বিচার বিভাগীয় তদন্ত গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইকে দিয়ে করাতে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করেন কাদের মির্জা।

তিনি বলেন, ‘তদন্তে যদি আমি বা আমার কোনো কর্মীর অপরাধ প্রমাণ হয়, তাহলে তিনি (শেখ হাসিনা) যে শাস্তি দেবেন তা আমরা মাথা পেতে নেব।’

সংবাদ সম্মেলন শেষে বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে পৌর ভবন থেকে বের হয়ে বসুরহাট বাজারের দিকে যান মেয়র আবদুল কাদের মির্জা।

আরো পড়ুন

ওবায়দুল কাদের আপনাকে জবাব দিতে হবে

নিজের ‘অপরাধের’ কথা জানালেন কাদের মির্জা

কাদের মির্জার নাম বাদ দিলে মামলা নেবে পুলিশ

কাদের মির্জার হুঙ্কার

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত