‘বস্তাবন্দী লাশ’ ভেবে মিলল এসির কম্প্রেসার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২১, ১৬:২৯ আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২০:০৮
রাজধানীর শ্যামলী বিপণিবিতানের পেছনে গণশৌচাগারের সামনে একটি বস্তা পড়ে থাকতে দেখে তা ‘লাশ’ ভর্তি বস্তা ভেবে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তার মুখ খুললে তা মিথ্যা প্রমাণিত হয়। আসলে ওই বস্তাতে কোনো লাশই ছিলনা।
শনিবার দুপুরের দিকে বস্তাটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাংলাদেশ জার্নালকে বলেন, আমরা ওটা লাশ কিনা তা নিশ্চিত হতে পারিনি। বিস্তারিত পরে জানা যাবে।
পুলিশ জানায়, খবর পেয়ে আদাবর থানা পুলিশের একটি ভ্যান ঘটনাস্থলে ছুটে যায়। এরপর বস্তাটি খোলামাত্রই যা বেরিয়ে আসে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের (এসি) কম্প্রেসার। পরে পুলিশ কম্প্রেসারটি গাড়িতে তুলে নিয়ে থানায় আসে।
আরো পড়ুন: রাজধানীতে তালাক দেয়ায় স্ত্রী ও শ্যালিকাকে খুন
তবে, কে বা কারা কম্প্রেসারসহ বস্তাটি রেখে গেছেন তা জানা যায়নি। মরিচা পড়া কম্প্রেসারে পানি পড়ায় সেই পানি লাল রঙ ধারণ করে চুয়ে মাটিতে পড়ছিল। আর তা দেখেই অনেকে লাশ ভেবে নিয়েছিল।
বাংলাদেশ জার্নাল/এইচকে