ঢাকা, মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

স্বর্ণের কারিগরকে হত্যা করে দোকান লুট

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২০, ১৪:৫৩

স্বর্ণের কারিগরকে হত্যা করে দোকান লুট
স্বজনদের আহাজারি

দোকানের সব অলঙ্কার লুট করার পর স্বর্ণকার (কারিগর) মোকারম হোসেনকে (২৬) হত্যা করেছে দুর্বৃত্তরা। শ্বাসরোধে করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা মোড়ে আমজাদ হোসেনের স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে দোকানের শাটার ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মহরম উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোকারম হোসেন ছাইকোলা চৌরাস্তা মোড়ে আমজাদ হোসেনের স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন এবং তিনি রাতে দোকানেই ঘুমাতেন। বৃহস্পতিবার সকালে দোকান মালিক ও অন্য কারিগররা এসে দেখেন দোকান বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করার পরও তার সাড়া না পেয়ে পুলিশে খবর দেন তারা। পুলিশ গিয়ে দোকানের শাটার খুলে মরদেহ উদ্ধার করে।

পাবনার চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজিব শাহরীন বৃহস্পতিবার দুপুরে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও গলায় মাফলার পেঁচানো ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা মহরমকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দোকানে সোনা-রূপার গহনাসহ মালামাল পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

সহকারী পুলিশ সুপার আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত