ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে বাবা-ছেলের লাশ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২০, ২২:০৫  
আপডেট :
 ১১ নভেম্বর ২০২০, ২২:৪২

রাজধানীতে বাবা-ছেলের লাশ উদ্ধার

রাজধানীরর হাতিরঝিল এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দু’জন হলো- বাবা খায়রুল ইসলাম ও ছেলে সারাত ইসলাম ওরফে অরিন।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আশিক হাসান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন ফারুকী বলেন, ‘সন্ধ্যায় আমরা ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। বাবা ছেলেকে হত্যার পরে আত্মহত্যা করেছে কিনা বিষয়টি তদন্ত না করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

তিনি আরো জানান, ছেলে আরিন শারীরিক প্রতিবন্ধী এবং বাবা সোহাগ ব্যবসায় লোকসানের কারণে মানসিক রোগে ভুগছিলেন। সে কারণে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিলো। তাদের বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলায়। বর্তমানে মগবাজার নয়াটোলা র‌্যাব অফিসের পাশে একটি ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন তারা। ঘটনার সময় সোহাগের স্ত্রী নাজমুন নাহার নুপুর বাজারে গিয়েছিলেন। বাজার থেকে এসে দেখেন দরজা বন্ধ। পরে খবর পেয়ে পৃথক কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এ ঘটনার নিহতের স্ত্রী বাদী হয়ে একটা অপমৃত্যুর মামলা করেছে।

বাংলাদেশ জার্নাল/এসএস/কেআই

  • সর্বশেষ
  • পঠিত