ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

লালমনিরহাটে শ্রমিক নেতাকে মারপিট, মহাসড়ক অবরোধ

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২০, ০০:২০

লালমনিরহাটে শ্রমিক নেতাকে মারপিট, মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে দুই শ্রমিক নেতার উপর হামলার ঘটনার প্রতিবাদে বুড়িমারী লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

সোমবার রাত ৮টা থেকে প্রায় এক ঘন্টা মহাসড়কে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

তাদের দাবি, হামলার ঘটনায় দুই শ্রমিক নেতা আহত হয়েছেন। তারা হলেন, লালমনিরহাট জেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সম্পাদক আবুল কালাম (৪৩) ও সহ সভাপতি রতন মিয়া (৪৫)।

পুলিশ ও শ্রমিকরা জানান, লালমনিরহাট জেলা ট্রাক ও ট্রাঙ্কালরি শ্রমিক ইউনিয়নের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আসন্ন সম্মেলন নিয়ে সংগঠনটি দুইটি গ্রুপে বিভক্ত হয়। যার একটি পক্ষে নেতৃত্বে রয়েছেন সম্পাদক আবুল কালাম ও অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি পুলিন চন্দ্র। এটি নিয়ে সাম্প্রতিক সময় দুই গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়।

সোমবার সন্ধ্যায় শহরের ভোকেশনাল মোড়ে নিজের কার্যালয়ে বসেছিলেন সংগঠনটির সম্পাদক আবুল কালাম ও সহ সভাপতি রতন মিয়া। এ সময় বহিরাগত কয়েকজন এসে হঠাৎ তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

হামলার খবর ছড়িয়ে পড়লে রাত ৮টা থেকে মিশন মোড় ও তাদের কার্যালয়ের সামনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। রাত ৯ টার দিকে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

প্রায় এক ঘন্টার অবরোধে মহাসড়কে ঢাকাগামী নৈশকোচ ও শত শত পণ্যবাহী যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন- জেলা ছাত্রলীগের নতুন কমিটি, একাংশের বিক্ষোভ

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত