মিয়ানমার সীমান্তে ৪৭১ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২০, ২৩:৩৩
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে ৪৭১ ভরি ওজনের স্বর্ণসহ মোহাম্মদ কলিম (২১) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকালে নির্মাণাধীন এশিয়ান হাইওয়ে রোডের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের কুড়ারপাড়া ব্রিজ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মোহাম্মদ কলিম উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৪৭ এর বাসিন্দা কবির আহম্মেদের ছেলে।
লে. কর্নেল আলী হায়দার বলেন, সোমবার সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে কতিপয় চোরাকারবারিরা বিপুল পরিমান স্বর্ণের চালান নিয়ে আসার খবরে বিজিবির ঘুমধুম ফাঁড়ির একটি দল অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহজনক একজনকে হেঁটে কুতুপালংয়ের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে লোকটি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়।
পরে লোকটির শরীর তল্লাশী করে পরিহিত লুঙ্গির কোমরের ভাঁজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩১ টি স্বর্ণের বার ও বিভিন্ন ধরণের কিছু স্বর্ণালংকার পাওয়া যায়। যার ওজন ৪৭১ ভরি ৯ আনা। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৮৬৯ টাকা।
বিজিবি জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত একটি চক্রের সদস্যরা সক্রিয় রয়েছে। চক্রটির সদস্যরা সম্প্রতি সীমান্ত দিয়ে স্বর্ণপাচারে সক্রিয় হয়ে উঠেছে।
আলী হায়দার জানান, উদ্ধার হওয়া স্বর্ণগুলো কক্সবাজার ট্রেজারী কার্যালয়ে অফিসে জমা দিয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আর