লালমনিরহাটে পুড়িয়ে হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২০, ২৩:২৩ আপডেট : ০১ নভেম্বর ২০২০, ০৬:৩৭
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে কোরআন অবমাননার অভিযোগ তুলে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা এবং লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ওই ঘটনায় দায়ের করা ৩টি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম জানা যায়নি।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহস্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাতে নিহতের পরিবার, বুড়িমারী ইউনিয়ন পরিষদ ও পুলিশ বাদী হয়ে পৃথক এ মামলা তিনটি দায়ের করে।
গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের আগে বুড়িমারী স্থলবন্দর জামে মসজিদে কয়েকজন কোরআন অবমাননার অভিযোগ তোলে আবু ইউনুছ মো. শহিদুন্নবী জুয়েল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। এরপর বুড়িমারী ইউনিয়ন পরিষদের দরজা ভেঙে ওই যুবককে বের করে পিটিয়ে হত্যা করা হয়। পরে লাশ নিয়ে বুড়িমারী বাঁশকল এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ওপর পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
শহীদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার মৃত আবু ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান।
আরও পড়ুন-
লালমনিরহাটে যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার অভিযোগ
পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় ছায়া তদন্তে র্যাব-ডিবি
পাটগ্রামে আলেম সমাজের সঙ্গে বৈঠকে প্রশাসন
বাংলাদেশ জার্নাল/আর