আবদার রাখেনি মা, ফ্যানে ঝুলে পড়লো ছেলে
পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২০, ০৯:৩১ আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০৯:৫৫
বেশ কয়েকদিন ধরেই বাড়িতে ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই) নিয়ে দিতে মায়ের কাছে আবদার করছিল তাছিম। কিন্তু আপত্তি করছিলেন তার মা মমতাজ বেগম। ঘটনার দিনও একই আবদার করলে ছেলেকে গালমন্দ করে পাশেই থাকা বাবার বাড়িতে যান মমতাজ বেগম।
পরে বাড়ি ফিরে দেখেন বন্ধ ছেলের রুমের দরজা। ডাকাডাকির পর সাড়া না পেয়ে স্বজনদের সহায়তায় দরজা ভেঙ্গে দেখেন ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলছে ছেলে।
বুধবার বিকেলে পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় ঘটনা ঘটে।
তাছিমের পুরো নাম মুশফিক খাঁন তাছিম। তার বাবার নাম আব্দুল মজিদ। তিনি দীর্ঘদিন ধরে দুবাই থাকেন। তার মা মমতাজ বেগম স্থানীয় ডি এ জয়েন উদ্দিন প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষকতা করেন।
এলাকাবাসী জানায়, অচেতন অবস্থায় তাছিমকে দ্রুত চাটমোহর সরকারি হাসপাতালে নেয় স্বজনর। সেখানে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা যায় তাছিম।
গেম খেলার জন্য ইন্টারনেট সংযোগ নিতে চাচ্ছিল তাছিম। কিন্তু ছেলে ঠিকমতো পড়ালেখা করবে না, বখে যেতে পারে- এমন আশঙ্কা থেকে সংযোগটি নিতে আপত্তি করছিলেন তার মা।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। লাশের সুরতহাল শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/আর/ওয়াইএ