রায়হান হত্যা: জেলহাজতে কনস্টেবল টিটু চন্দ্র
সৈয়দ রাসেল, সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২০, ১৪:৪৯
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হান নিহতের ঘটনায় কনস্টেবল টিটু চন্দ্র দাসকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তোলে পিবিআই।
তবে ১৬৪ ধারায় জবানবন্দি না দেয়ায় আদালত তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন। তার মামলায় করণীয় সম্পর্কে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে পিবিআই।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা মুহিদুল ইসলাম।
আরও পড়ুন: রায়হান হত্যা: ৫ দিনের রিমান্ডে কনস্টেবল টিটু
এর আগে গত রোববার বেলা পৌনে ৩টার দিকে তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তুলে তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া এর আগেও তাকে আরও ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই।
আরও পড়ুন: রায়হান হত্যা: কনস্টেবল টিটু ফের রিমান্ডে
এছাড়া রায়হান হত্যায় ৫ দিনের রিমান্ডে থাকা হারুন রশিদকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির করার করার কথা রয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে