পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২০, ০১:২৭
রংপুরে মাহিগঞ্জ এলাকায় তুচ্ছ ঘটনার জেরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুল ইসলাম বাবুকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নীলফামারী জেলার জলঢাকার নেকবক্ত বাজার সংলগ্ন দাওয়াবাড়ীর বিস্তৃর্ণ চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৩ এর অভিযানিক দল।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার মোঃ হাফিজুর রহমান।
তিনি জানান, মাহিগঞ্জ কাইদাহারা গ্রামের বাসিন্দা মহির উদ্দিন। ৬০ বছরের এই বৃদ্ধ স্থানীয় জমজম ফিড মিলে শ্রমিকের কাজ করতেন। তুচ্ছ ঘটনা নিয়ে ২০ অক্টোবর সহকর্মী রশিদুল ইসলামের সাথে ঝগড়া বাঁধে। এ সময় ক্ষিপ্ত হয়ে রশিদুল, জহিরুল ও জহুরুল মিলের হাওয়া মেশিন দিয়ে মহির উদ্দিনের পেটে বাতাস ঢুকিয়ে দেয়। এতে মহির উদ্দিনের পেট ফুলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
র্যাব কর্মকর্তা জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মামলাটি দায়ের করেন নিহত মহির উদ্দিনের স্ত্রী। আমরা আসামী গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
বাংলাদেশ জার্নাল/আর