ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

দুর্ঘটনা এড়াতে কুকুরের গলায় রিফ্লেক্টিং বেল্ট

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১৭:৩৮

দুর্ঘটনা এড়াতে কুকুরের গলায় রিফ্লেক্টিং বেল্ট

বেওয়ারিশ কুকুরের কারণে হওয়া সড়ক দুর্ঘটনা এড়াতে কুকুরের গলায় রিফ্লেক্টিং বেল্ট পরিয়েছে লাল সবুজ সোসাইটি নারায়ণগঞ্জ জেলা শাখা। রাতে এই বেল্টে গাড়ির হেডলাইটের আলো পরলে আলোর প্রতিফলন ঘটবে, যাতে করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব।

মঙ্গলবার দুপুরে খানপুর এলাকায় বেশ কয়েকটি কুকুরের গলায় এই বেল্ট পরানো হয়।

গত ১৩ সেপ্টেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কলাভবন চত্বরে তারা ৫০টি কুকুরের গলায় রিফ্লেক্টিং বেল্ট পরিয়েছে। তারই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর থেকে নারায়ণগঞ্জে মোট ১০০টি রিফ্লেক্টিং বেল্ট পরানোর কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। এখন পর্যন্ত ২২টি কুকুরের গলায় এই রিফ্লেক্টিং বেল্ট পরানো হয়েছে বলে জানা যায়।

সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি আখি বলে, ‘অনেকের দাবি কুকুর আমাদের বন্ধু আবার অনেকেরই দাবি কুকুর শুধু আমাদের ক্ষতিই করে যাচ্ছে আবার কেউ কেউ বলছেন কুকুরের জন্য বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। এই দুই পক্ষের মতামতের প্রতি সম্মান জানিয়েই লাল সবুজ সোসাইটি এ উদ্যোগ নিয়েছে। রাস্তার বেওয়ারিশ কুকুরদের গলায় রিফ্লেক্টিং বেল্ট বেঁধে দিচ্ছি জনগণের নিরাপত্তার স্বার্থে।’

সংগঠনটির সদস্য তোফাজ্জল বলেন, ‘কুকুরদের পরিয়ে দেয়া এই বেল্ট সামান্যতম আলো পড়লেও অনেক দূর থেকে আলোর প্রতিফলন ঘটবে। এতে পথচারীরা কিংবা দিনে-রাতে চলাচলরত কোনো যানবাহনের চালক দূর থেকেই কুকুরের উপস্থিতি বুঝতে পারবে। এতে যেমন দুর্ঘটনা কমবে তেমনি মানুষ ও কুকুর উভয়েরই প্রাণহানি কম ঘটবে। এছাড়াও জনমনে একধরনের সাবধানতাও বিরাজ করবে।’

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত