রায়হানের মৃত্যু: দায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২০, ১৬:৫৪ আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৮:৩৬
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিনের (৩৫) মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটের ঘটনাটি তদন্তে রয়েছে। হাসপাতালে তার যে ময়নাতদন্ত হচ্ছে বা হবে এবং তার স্ত্রীর মামলা আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত হবে। তদন্ত অনুযায়ী অবশ্যই যে দায়ী তাকে বিচারের মুখোমুখি হতে হবে। পিবিআইকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে।’
ঢাকার নবাবগঞ্জ থানা হাজতে ‘গলায় ফাঁস দিয়ে’ আত্মহত্যার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হাজতখানার বাথরুমে নিজের লুঙ্গি দিয়ে মৃত্যুবরণ করেছে। এটা আমরা তদন্ত করে দেখব। হাজতখানায় কিভাবে সে মারা গেলো সেটা আমাদের দেখার বিষয়। কেন সে আত্মহত্যা করলো, তাকে কেউ প্ররোচনা করেছে কিনা, সেটিও দেখব। এখানে পারিবারিক কলহ থাকতে পারে, তবে কিছু বলার আগে তদন্ত শেষ হলে বলতে পারব।’
নারী ও শিশু নির্যাতন দমন আইনে সরকারের অবস্থান কঠোর জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারী নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশের জন্য অধ্যাদেশ জারি করা হয়েছে। কার্যকর হলে এর আওতায় অপরাধ কমবে।’
আরও পড়ুন
পুলিশ সব সময়ই অসহায়ের পাশে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারত আমাদের পরিক্ষিত বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ জার্নাল/কেআই