ঢাকা, রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশ আসছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২০, ১১:৪৩  
আপডেট :
 ১২ অক্টোবর ২০২০, ২১:১০

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশ আসছে

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার এ বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনের এই খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘সংশোধিত আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবনও থাকছে। আগামীকালই সংশোধিত আইনের অধ্যাদেশ জারি করা হবে।’

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির মধ্যে সরকার এই পদক্ষেপ নিল।

‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর ৯(১) ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।’

সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। এ জন্য আইনের সংশোধন করে সর্বোচ্চ সাজা দেওয়ার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী কদিন আগে সাংবাদিকদের জানান, এই আইনটি সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হবে।

আরও পড়ুন

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন সোমবার

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেপ্তার আরও ১​

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ঘটনার ১ মাস পর আটক ১

বিবস্ত্র করে নির্যাতন: ইউপি মেম্বারসহ গ্রেপ্তার আরো ২

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেপ্তার আরও একজন

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: দুই আসামি রিমান্ডে

এ রায় অন্য আলোচিত মামলায় গতি আনবে: আইনমন্ত্রী​

মৃত্যুদণ্ডের আইন কি বাংলাদেশে ধর্ষণ বন্ধের সমাধান?​

‘ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের বিষয়ে ভাবছে সরকার’​

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত