ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

স্ত্রীকে হত্যার পর বস্তাবন্দি, পুলিশ সদস্য আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২০, ১০:৩৫  
আপডেট :
 ০৯ অক্টোবর ২০২০, ১১:২১

স্ত্রীকে হত্যার পর বস্তাবন্দি, পুলিশ সদস্য আটক

বাগেরহাটের শরণখোলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ কনস্টেবল সাদ্দাম শরণখোলা উপজেলার থাফালবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামে।

জানা গেছে, বুধবার (০৭ অক্টোবর) রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে জবাই করে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি করে লাশ পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজচন্দ্র রায় বলেন, পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছেন। আমরা সাদ্দাম হোসেনকে আটক করেছি। সাদ্দামের স্ত্রীর ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছি।

আরও পড়ুন-

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত