ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রাতে বসলো হাইকোর্ট

সেই ৪ শিশুকে পরিবারের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২০, ০১:১২  
আপডেট :
 ০৯ অক্টোবর ২০২০, ০৯:৫৩

সেই ৪ শিশুকে পরিবারের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শিশু ধর্ষ‌ণের অভিযোগ দায়ের করা মামলায় য‌শোর কি‌শোর উন্নয়ন কে‌ন্দ্রে থাকা চার শিশু‌কে রাতের মধ্যেই এসি মাইক্রোবাসে করে তাদের অভিভাবকদের নিকট পৌঁছে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

গণমাধ্যমে এ বিষয়ে প্রচারিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে এ আদেশ দেন। এসময় এবিষয়ে যশোর জেলা প্রশাসককে পদক্ষেপ নিতে বলা হয়।

একইসঙ্গে বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট। আগামী রোববার (১১ অক্টোবর) সশরীরে তাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, হাইকোর্ট তাদের জামিন নিষ্পত্তি করতে আদেশ দেন। এরপর বরিশালের শিশু আদালত রাতেই তাদের জামিন দিয়েছেন। যশোরের জেলা প্রশাসককে যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র হতে এই ৪ জন শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে আজ রাতের মধ্যে তাদের অভিভাবক এর নিকট পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

শুক্রবার সকাল ১০টার মধ্যে বরিশালের বাকেরগঞ্জ ওসি এ বিষয়ে টেলিফোনে সুপ্রিম কোর্ট প্রশাসনকে অগ্রগতি প্রতিবেদন জানাতে বলেছেন। ’

এর আগে মঙ্গলবার রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুর বিরুদ্ধে মামলা করা হয়। পরদিন আদালত তাদের যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। ধর্ষণে অভিযুক্ত শিশুদের বয়স ১০ থেকে ১১ বছর।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত