সৌদি রুটে সপ্তাহে চলবে ২০ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৫
বাংলাদেশ-সৌদি আরব রুটে এখন থেকে ২০টি করে ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর মধ্যে সৌদি এয়ারলাইন্সের ১০টি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট চলাচল করবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেই এই ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানান তিনি।
বুধবার উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ কে আব্দুল মোমেন বলেন, ‘সৌদি ছাড়া অন্য কোনো দেশে শ্রমিক পাঠানো নিয়ে সমস্যা নেই। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এখন সপ্তাহের ১৭টি ফ্লাইট চলাচল করে। এ সংখ্যা আরও বাড়ানো হবে।’
দেশে অবস্থান করা সৌদি প্রবাসী কর্মীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ আছে তাদেরকে পর্যায়ক্রমে পাঠানো হবে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ এবং কোকিল (সৌদির মালিক) আর নিয়োগ দেবেন না এমন অর্ধশত প্রবাসীর সৌদি যাওয়া হবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন
রাজধানীতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
টিকিটের দাবিতে ফের সড়কে সৌদি প্রবাসীরা
সৌদি প্রবাসীরা ফিরতে পারবেন ১ অক্টোবর থেকে
বাংলাদেশ জার্নাল/কেআই