অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪২ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৮
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। যদিও তিনি করোনাভাইরাসের সংক্রমণ মুক্ত। তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
মাহবুবে আলমের সর্বশেষ অবস্থা সম্পর্কে রোববার সন্ধ্যায় তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল হক বলেন, তিনি জটিল অবস্থায় আছেন। অবস্থা খুব একটা ভালো নয়। চিকিৎসকরা এখনও চেষ্টা করছেন, দেখা যাক। এই পর্যন্ত শুধু জানি। আমরা তো আর হাসপাতালের ভেতরে ঢুকতে পারছি না, ডাক্তাররা চেষ্টা করছেন।
গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন ৭১ বছর বয়সী মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে গত ১৮ সেপ্টেম্বর আইসিইউতে নেয়া হয়।
এর আগে মাহবুবে আলমের সর্বশেষ করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষায় ফল নেগেটিভ এসেছিল বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী।
মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানও তিনি।
করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
বাংলাদেশ জার্নাল/আরকে