গুলশানে বারে অভিযান, বিদেশি মদ জব্দসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৮ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৯
রাজধানীর গুলশানে একটি অবৈধ বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও সিসা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত চলা এ অভিযানে বারটির ম্যানেজার মো. মনির ও ক্যাশিয়ার সরোয়ারকে আটক করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপ পরিচালক মঞ্জুরুল ইসলাম জানান, গুলশান-১ নম্বরের ৫৩ গুলশান এভিনিউ ভবনের নিচতলায় মেহেরুন সারা মনসুর নামের এক নারী হর্স অ্যান্ড হর্স নামে অবৈধ বারটি চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০৩ বোতল বিদেশি মদ, ৮১০ ক্যান বিয়ার এবং দুই কেজি সিসা ও সিসা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ভবনটির ৯ তলায় অবৈধ বারের গুদাম পাওয়া গেছে।
দীর্ঘদিন ধরে এই রেস্টুরেন্ট অনুমোদনহীনভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রি করা হচ্ছিল।
আটক দুজন ও পলাতক মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপ-পরিচালক মঞ্জুরুল ইসলাম।
বাংলাদেশ জার্নাল/আর