কাদামাটিতে মাথা মোড়ানো যুবকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৫
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ধানক্ষেত থেকে কাদামাটিতে মাথা মুড়িয়ে রাখা অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কিরাটন ইউনিয়নের কিরাটন উত্তর বিলপাড়া এলাকার ধানক্ষেত থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ধানক্ষেতে একটি লাশ পরে থাকতে দেখে করিমগঞ্জ থানায় খবর দেয় স্থানীয় এলাকাবাসী। পরে করিমগঞ্জ থানা পুলিশের একটি দল এসে লাশ উদ্ধার করে।
অজ্ঞাত যুবকের পরনে কালো রঙের প্যান্ট, চেক শার্ট ও গলায় গামছা পেঁচানো ছিল।
রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে সুরতহালের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এনকে