আইসিইউতে অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রদিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:১০ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৬
প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে অ্যাটর্নি জেনারেলের মেয়ের জামাই মো. রিয়াজুল হক এ তথ্য জানিয়েছেন। রিয়াজুল হক জানান, ভোরে তাকে (অ্যাটর্নি জেনারেল) আইসিইউতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
গত ৪ সেপ্টেম্বর সকালে জ্বর শুরু হয় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমের। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ওইদিনই অ্যাটর্নি জেনারেল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। পরে করোনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
আরো পড়ুন- করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ