ঢাকা, রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১১:২৯  
আপডেট :
 ১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৩

করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
ফাইল ছবি

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলম করোনা পজিটিভ। চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

শুক্রবার আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সেখানকার চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত আছেন।’

এর আগে মাহবুবে আলমের শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

বাংলাদেশ জার্নাল/টিএস/কেআই

  • সর্বশেষ
  • পঠিত