কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে ২ গ্রাম প্লাবিত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২০, ১৮:৩০
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদের গাবুরা ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে আসংখ্য চিংড়ি ঘের ও ছোট-বড় পুকুর।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে পানি উন্নয়ন বোর্ডের সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া রিংবাঁধে নদীর প্রবল জোয়ারে তিনটি স্থান ভেঙে যায়। হু হু করে লোকালয়ে পানি প্রবেশ করে মূহুর্তের মধ্যে প্লাবিত হয় ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদ হোসেন জানান, আম্পানের পর সেচ্ছাশ্রমের মাধ্যমে ও সেনাবাহিনীর তত্বাবধায়নে গবুরা ইউনিয়নের ভেঙে যাওয়া রিংবাঁধগুলো সংস্কার করা হয়। কিন্তু হঠাৎ আজ দুপুরে নদীর প্রবল জোয়ারে লেবুবুনিয়া এলাকার তিন পয়েন্টে ভেঙে লেবুবুনিয়া ও গাবুরা ইউনিয়ন প্লাবিত হয়। যেভাবে লোকালয়ে পানি ঢুকছে বাঁধ মেরামত না হলে রাতের মধ্যে ৫ থেকে ৬টি গ্রাম প্লাবিত হবে।
বাংলাদেশ জার্নাল/এসকে