ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

আজ রাতেও দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২০, ১৯:১৬

আজ রাতেও দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

আজ থেকে বাংলাদেশে শুরু হয়েছে মুসলিমদের পবিত্র মাস মাহে রমজান। দেশে অধিকাংশ জেলায় আজ শনিবার (২৫ এপ্রিল) রাতেও কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়া বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম সিলেট ও ঢাকা বিভাগের বেশির ভাগ জেলায় আজও বৃষ্টি হবে। কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।

এমনকি কোথাও কোথাও ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে এবং কোথাও ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়াও কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রসহ হালকা থেকে মাঝাড়ি ধরনের ঝড় বইছে। এর মাত্রা বারতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল শুক্রবারও দেশের প্রায় সব স্থানে বৃষ্টিপাত হয়েছে। কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আগের দিন বৃহস্পতিবার ঢাকায় কালবৈশাখী ঝড় বয়ে গেলেও গতকাল তুমুল বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, চলতি এপ্রিলের বাকি দিনগুলোতেও বৃষ্টি হবে। কালবৈশাখী ঝড় হবে। ঢাকায় গতকাল ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল দেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায়। সেখানে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এ ছাড়া রাজারহাটে ৭০ ও শ্রীমঙ্গলে ৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এই ধারা চলতি মাসের বাকি দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, ভারতে ভারি বর্ষণের পাশাপাশি বাংলাদেশের বৃষ্টিতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। হাওরে বোরো ধান ওঠা প্রায় শেষ পর্যায়ে। তাই যত দ্রুত সম্ভব ধান কেটে ফেলা উচিত বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত