রাজধানীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২০, ২০:১০ আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২০:২২
রাজধানীর মোহাম্মদপুরে গাবতলী-সদরঘাট মহাসড়কে অবস্থান নিয়ে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছে আজিম গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। এ সময় রাস্তার দুই পাশে অনেক মালবাহী ট্রাক থেমে যায়। পুলিশ পাশেই অবস্থান করলেও নীরব ভূমিকায় দেখা যায়
শনিবার দুপুর থেকে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে পোশাক শ্রমিকরা।
নাসিমা নামে এক পোশাক শ্রমিক বলেন, আমরা অনেক অত্যাচার মুখবুজে সহ্য করেছি। কাজ করে গেছি শুধু পেটের দায়ে। বর্তমানে আমরা করুণ অবসস্থায় আছি। তার পরেও আমাদেরকে বেতন দিচ্ছে না। বেতন চাইলে আমাদেরকে ছাটাইয়ের হমকি দেয়া হচ্ছে। তাই আমরা সাহস করে তাদের মুখের উপর কথাও বলতে পারছি না। ফলে বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।
পাশেই দাঁড়িয়ে থাকা এএসআই বসির বলেন, আমার এখানে দাড়িয়ে আছি। চাইলেও তো বাধা দিতে পারি না। তারা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে। আমরা এখানে কী করতে পারি।
তবে এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে রাস্তার পাশে গিয়ে আন্দোলন করার অনুরোধ করতে দেখা যায়। তবে পুলিশের কথা উপেক্ষা করে তারা আন্দোলন চালিয়ে যায়।
মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের এর সাধারণ সম্পাদক আল আমিন বলেন, আমরা আজিম গামেন্টস মালিকের সাথে চুক্তি করেছি। মালিকপক্ষ আমাদের জানিয়েছে, এই মাসের মধ্যেই দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করবে।
পরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ থেকে সরে যায়।
বাংলাদেশ জার্নাল/আরকে