মসজিদের জমি দখলের অভিযোগ
ধামরাই প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৬
ঢাকার ধামরাইয়ে মসজিদের নামের ওকফকৃত জায়গা অবৈধভাবে ভোগদখল করার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগ করে আসছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী ও মসজিদ কমিটি।
জমি ভোগদখল ছেড়ে দিতে ওই স্কুল শিক্ষককে একাধিকবার মৌখিকভাবে বলার পরেও জমির দখল ছাড়ছেন না অভিযুক্ত জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার হাটিপাড়া এলাকার আলহাজ জামাল উদ্দিন বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছে মালঞ্চ উত্তর পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি।
সরেজমিনে জানা গেছে, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মালঞ্চ গ্রামের উত্তর পাড়া জামে মসজিদের নামের ৯ শতাংশ জমি ওয়াকফ করে দেন মরহুম হাসান উদ্দিন। নিঃসন্তান জমিদাতা ওই সম্পত্তি তার জীবদ্দশায় মসজিদের পক্ষে দখলে থাকে, পরে তার মৃত্যুর পর স্থানীয় স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলমকে বাৎসরিক পত্তন দেয় মসজিদ কর্তৃপক্ষ। কয়েকবছর নিয়মিত পত্তনের টাকা পরিশোধ করলেও বিগত দুই বছর যাবত কোনো টাকা পরিশোধ না করলে ওই ৯ শতাংশ জমির দখল বুঝে নেয়ার জন্য একাধিকবার উদ্যোগ নেয়া হলেও কোনো সুফল পায়নি এলাকাবাসী ও মসজিদ কমিটি।
জমির দখল বুঝে নিতে গেলেই নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় মসজিদ কমিটি ও এলাকারবাসীকে। বিভিন্ন তালবাহানায় মামলায় হুমকি, অশালীন আচরণ ও অকথ্য ভাষায় গালিাগালাজ করার অভিযোগ উঠেছে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আলী বলেন, ওয়াকফকৃত ওই জমির কাগজপত্র সহকারে স্থানীয় হিতৈষী মুরুব্বীদের নিয়ে বসার পরে দেখা যায় মসজিদের জমিতে মামলাবাজ স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলমের কোনো জমি নেই। পরে মসজিদের নামের সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু জাহাঙ্গীর আলম কয়েকদিন পরে ওই সাইনবোর্ড তুলে ফেলে দেন।
মসজিদ কমিটির সাধরণ সম্পাদক মাহবুব আলম জানান, জমি দাতার জীবদ্দশায় স্কুল শিক্ষক জাহাঙ্গীর কোনো জমির দাবি না করলেও তার মৃত্যুর দীর্ঘদিন পর ভুয়া দলিলের মাধ্যমে মসজিদের জমি নিজের বলে দাবি করছেন। মূলত নিজের ক্ষমতাবলে মসজিদের জমি জোরদখল করে আছেন।
এলাকার অনেক সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে বলেও জানান মসজিদ কমিটির সহ সভাপতি মোশারফ হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম কোনোভাবেই মসজিদের জমি দখল দিচ্ছে না। উল্টো এলাকার সাধারণ মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে বলেও জানান তারা।
এ ব্যাপারে অভিযুক্ত স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলমের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ঔই জমি ভোগ না করার কথা জানান।
বাংলাদেশ জার্নাল/আর